• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ জুন ২০২১  

কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রাণিসম্পদ দপ্তর চত্বরে শনিবার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। প্রদর্শনীর স্টলে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের পালিত উন্নতজাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্র নাথ।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা