• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কড়া নজরদারিতে ঢাকা-খুলনা মহাসড়ক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য সরকার সব ধরনের জনসমাগম, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এরপরও বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করছেন অনেকে। তাই দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে কড়া নজরদারিতে রয়েছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

সরেজমিন সোমবার (৬ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া জিরো পয়েন্টে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দিচ্ছে। তবে যাদের জরুরি কাজ রয়েছে প্রমাণসহ যুক্তি দিতে পারলে, তারাই ফেরির দেখা পাচ্ছে।

অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়কে সকালে গোয়ালন্দ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। যুক্তি সংগত কারণ ছাড়া কাউকেই দৌলতদিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না। চেকপোস্ট থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

দৌলতদিয়া ট্রাফিকের সাব-ইন্সেপ্কটর মেহেদি হাসান বলেন, সরকারের নির্দেশ মোতাবেক এখন গণপরিবহন বন্ধ রয়েছে। এছাড়া এই মুহূর্তে জনসমাগম করা যাবে না। সবাইকে ঘরে থাকতে হবে। তাই এই মহাসড়কটি আমরা কড়া নজরদারিতে রেখেছি।’

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকেই তাদের টহল জোরদার করেছে। তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে মানুষকে ঘরে ফিরিয়ে দিচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা