• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বসতঘর পেল ২৭৬ পরিবার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সিরাজগঞ্জের কাজিপুরে ২৭৬ পরিবারের সদস্যরা পেল মাথা গোঁজার ঠাঁই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ৬৯ টি এবং  জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে ২০৭ টি ঘর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীন মানুষের হাতে ঘরের চাবি তুলে দেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় জয় বলেন, মুজিববর্ষের প্রথম দিনে ঘরছাড়া মানুষকে ঘরের ঠিকানা উপহার দিলেন জননেত্রী শেখ হাসিনার সরকার। 

এসময় ঘরের চাবি হাতে পেয়ে আবেগে চোখের জল ফেলেন গান্ধাইল উত্তরপাড়ার সমিতা খাতুন। তিনি বলেন, যমুনা বেবাক নিয়া গ্যাছে। এহন যে ঘর পাইলাম , মনে হয় স্বপন দ্যাখতাছি। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা