• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে পুষ্টিকর খাবার বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্পের করোনায় কর্মহীন পরিবার গুলোর মাঝে পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার চরদারিয়ালা আশ্রয়ন প্রকল্প চত্তরে ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়াল্ডওয়াইড এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণ মূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন) এর আওতায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৮০টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুষ্টিকর খাবার প্যাকেট বিতরণের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস ও গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার উজির আলী,
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দিলীপ বিশ্বাস, জেজেএস- ক্রেইন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নবো কুমার সাহা, রুপান্তর এর মোল্লাহাট প্রতিনিধি আব্দুল করিম, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রমূখ। পুষ্টিকর খাবার প্যাকেটের মধ্যে রয়েছে চাল, তেল, ডাল, পেয়াজ, লবন, আলু, সুজি, চিনি,খেজুর ইত্যাদি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা