শেষ হলো পদ্মাসেতুর মূল ৪২টি পিলারের কাজ
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ১ এপ্রিল ২০২০

পদ্মাসেতুর ৪২টি পিলারের (খুঁটির) সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে কেবল ১৪টি স্প্যান ওঠানো। এরপর স্প্যানের ভেতরে রেলপথ ও ওপরের সড়কপথ বিস্তৃত করার কাজ শুরু হবে।মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ২৬তম পিলারের কাজ শেষ করার মধ্য দিয়ে মোট ৪২টি পিলারের নির্মাণ কাজ শেষ হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর সবশেষ পিলারের ওপরের অংশের ঢালাই কংক্রিটিং শুরু করা হয়।
পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এরপর আরও তিন দিনের মধ্যে এটি শক্ত আকার ধারণ করবে। আর প্রায় এক মাসের মধ্যে পুরোপুরি লোড নেওয়ার ক্ষমতা পাবে এ পিলার।
প্রায় সাড়ে চার বছর ধরে চলা পদ্মাসেতুর খুঁটির কাজ শেষের মধ্য দিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতিক্রম করলো দেশের সবচেয়ে বড় এ প্রকল্প। মাঝখানে শুধুমাত্র খুঁটি জটিলতার কারণে কাজ পিছিয়েছে এক বছরের বেশি সময়। নদী তলদেশের মাটির গুণগত বৈশিষ্ট্য বদলে খুঁটি গেঁথেছেন সেতুর প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকরা।
এদিকে পদ্মাসেতুর ৪১টি স্প্যানের ২৭টি এ পর্যন্ত বসানো হয়েছে। বাকি রয়েছে মাত্র ১৪টি স্প্যান বসানোর কাজ। যা চলতি বছরের আগস্টে শেষ হবে বলে আশা করছির প্রকল্প সংশ্লিষ্টরা।
চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানায়, মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে মাওয়া এসেছে ৩৯টি। ২৭টি স্থাপন করা হয়েছে। যার দৈর্ঘ্য ৪ হাজার ৫০ মিটার। বাকি ২টি স্প্যান চীনে নির্মাণ শেষ করে রাখা। এখন সে দু‘টির ব্লাস্টিং ও পেইন্টিং কাজ চলছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে চীন থেকে এটি বাংলাদেশে রওনা দেবে। এরপরই পুরো সেতু একসঙ্গে দৃশ্যমান হবে।
৪২টি পিলারেই দাঁড়াবে ৬.১৫ কিলোমিটার লম্বা স্বপ্নের পদ্মাসেতু। এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।
পদ্মাসেতুর প্রকৌশলীরা জানান, মাঝনদী ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ২২টি খুঁটিতে সবচেয়ে বেশি জটিলতা দেখা দিয়েছিল। প্রথমদিকে যে গভীরতার ধারণা নিয়ে কাজ এগোনে হচ্ছিল বাস্তবে তার সঙ্গে মেলেনি। এ নিয়েই বিপত্তি হয়েছিল সেতু নির্মাণে।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন বলেন, মঙ্গলবার সর্বশেষ পিয়ারের কাজ শেষ হয়েছে দেখে অসম্ভব ভালো লাগছে। কারণ সাব-স্ট্রাকচার অংশের এ কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল। একসময় পদ্মা সেতুর পিলার তৈরিতে নদীর মাটির জটিলতার কারণে কিছু সমস্যা হয়েছিল। পরে নকশায় কিছু পরিবর্তন এনে সেই সমস্যা দূর করা হয়। তবে, আমি সবসময় বিশ্বাস করেছি সমস্যার কোনো না কোনো সমাধান পাওয়া যাবেই।
তিনি আরও বলেন, পিয়ারে বেইজড গ্রাউটিং, স্কিন গ্রাউটিং ও ফুললেন্থ স্টিল পাইলিং করা হয়েছে। আমাদের দেশে সাধারণত যেমন ব্যবহৃত হয় তার থেকে পদ্মা সেতুর বিয়ারিং প্যাডে ভিন্নতা আছে।
এসব কারণে আটকে যায় ২২টি পিলারের কাজ। সবশেষে এমন একটি পদ্ধতি প্রয়োগ করা হয় যাতে নদীর তলদেশে কৃত্রিম প্রক্রিয়ায় মাটি বদলে নতুন মাটি তৈরি করে পিলার গাঁথা যায়। এ বিশেষ ‘স্ক্রিন গ্রাউটিং’ পদ্ধতিতে প্রয়োগ করা সফলতা পাওয়া যায়।
পদ্মাসেতুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল প্রধান অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী জানান, পাইপের ছিদ্র দিয়ে বিশেষ কেমিক্যাল নদীর তলদেশে পাঠিয়ে মাটির গুণাগুণ শক্ত করে তারপর সেখানে খুঁটি গাঁথা হয়েছে।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘কাজ শুরু করতে গিয়ে নদীর নিচে মাটির যে স্তর পাওয়া গেছে তা পিলার গেঁথে রাখার উপযোগী নয়। পরে নদীর তলদেশের মাটির গুণগত বৈশিষ্ট্য পরিবর্তন করে ড্রাইভিং করতে হয়েছে। এমন পদ্ধতিতে কোনো সেতুর খুঁটি নির্মাণ বাংলাদেশে প্রথমবারের মতো এবং বিশ্বে নজিরবিহীন।’
পদ্মাসেতু প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানান, এ প্রক্রিয়ার মাধ্যমে ১১টি খুঁটি গড়ে তোলা হয়েছে। সবশেষ ৪২ নম্বর খুঁটির কাজ এভাবে শেষ করা হলো। যা এখন কংক্রিটিংয়ের মাধ্যমে শেষ হয়েছে।
পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আরও জানান, মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৬.৭৫ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮৩.৯৭ শতাংশ। মূল সেতু কাজের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩.৩৯ কোটি টাকা এবং এ পর্যন্ত ব্যয় হয়েছে ১০ হাজার ১৮৮.০৭ কোটি টাকা।
নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি ৭০.৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫৫.০৫ শতাংশ। নদীশাসন কাজের চুক্তিমূল্য ৮ হাজার ৭০৭.৮১ কোটি টাকা এবং এ পর্যন্ত ব্যয় হয়েছে ৪ হাজার ৭৯৩.৯০ কোটি টাকা। সংযাগ সড়ক ও সার্ভিস এরিয়ার বাস্তব কাজের অগ্রগতি ১০০ শতাংশ।
মূল সেতুতে মোট ৪২টি এবং দুইপ্রান্তের ভায়াডাক্টে (৪৪+৪৭) ৯১টিসহ সর্বমোট ১৩৩টি পিয়ার রয়েছে। এখন সবগুলো পিলার বা খুঁটির কাজ শেষ হলো বলেও জানান প্রকল্প পরিচালক।
নদীতে ৬.১৫ কিলোমিটারসহ তিন জেলা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর মিলিয়ে সাড়ে ৯ কিলোমিটার লম্বা পদ্মাসেতু। স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় এই নির্মাণ প্রকল্পে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। আগামী বছর জুনে পদ্মা সেতু খুলে দেওয়া হবে। তখন একসঙ্গে সড়ক ও রেলপথে চালু হবে। এখন পর্যন্ত পদ্মা সেতুর ৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

- কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও মাস্ক বিতরণ
- বাগেরহাটে চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- চিতলমারীতে ঈমাম ও মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান
- বাগেরহাটে বিশেষ পেশাজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- চার দাবি তুলবেন প্রধানমন্ত্রী
- করোনায় ক্ষতিগ্রস্তদের সাড়ে১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী
- ফিলিপাইনের জাদুঘরে বঙ্গবন্ধুর শিল্পকর্ম
- আগামী বাজেটে থাকছে করোনার ৩ কর্মসূচি
- ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১১৫ কোটি
- আলোকিত দাসিয়ার ছড়া
- ছয়টি কোচ ঢাকায় এসেছে, প্রতিটি ট্রেনে চড়বে ১,৭৩৮ যাত্রী
- অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশে উন্নতির লক্ষণ
- মেট্রোরেল নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১ দশমিক ৪৯ শতাংশ: কাদের
- জরুরি প্রয়োজনে মিলবে ভারতের ভিসা
- পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭৮৪ ফ্ল্যাট তৈরি করছে ডিএনসিসি
- আজ বিশ্ব ধরিত্রী দিবস
- আগামী রবিবার দোকান-শপিংমল খোলার বিষয়ে সিদ্ধান্ত
- এনআইডির কাজ চালু রাখার নির্দেশ ইসির
- সহজ হলো স্পেনের অদিবাসী আইন, সুবিধা পাবে বাংলাদেশিরা
- আব্দুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
- ধারাবাহিকভাবে ঘুরে দাড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি: বিশ্বব্যাংক
- বিশেষ সম্মানী পেলেন ২২ প্রতিষ্ঠানের ২৬৭৯ নার্স
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক
- দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৮ লাখের বেশি
- দেশে পুরুষের গড় আয়ু ৭১, নারীর ৭৫
- যে কারণে নিজের মাথার চুল দান করলেন জনপ্রিয় মডেল
- সকালের ভয়ও জয় করলেন শান্ত-মুমিনুল
- নিয়মিত যোগ ব্যায়াম ‘বজ্রাসন’ করার যত উপকারিতা
- ‘রোজা শুধুই তার জন্য, তিনিই এর প্রতিদান দেবেন’
- বিষাক্ত সাপের বিষ থেকে বাঁচার নতুন কৌশল
- ‘প্রকল্প বাস্তবায়নে পেশাদারিত্ব নিয়ে কাজ করুন’
- ফকিরহাটে জটার খালের কিছু অংশ অবৈধ দখলে
- সরকারি হাসপাতালে আড়াই হাজার শয্যা বাড়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- শান্তিপূর্ণ-সমৃদ্ধ এশিয়া গড়তে ঐক্যের ডাক শেখ হাসিনার
- ফকিরহাটের লখপুরে নৌকার মাঝির ব্যাপক প্রচার প্রচারনা
- চিতলমারীতে দলীয় সম্প্রীতি বজায় রাখতে জনপ্রতিনিধিদের জরুরী সভা
- ফকিরহাটে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ
- ৫০০ কোটি টাকার তহবিল গঠিত
- বাগেরহাটে ব্রেভ প্রকল্পের উদ্যোগে সম্প্রতি মেলা অনুষ্ঠিত
- মোল্লাহাটে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের মাস্ক বিতরণ
- লকডাউনের প্রথম দিনে শেয়ারবাজারে বড় উত্থান
- মোরেলগঞ্জে বিদ্রোহী প্রার্থীসহ ১৮ জনের নামে মামলা
- আরও শয্যা বাড়ানো হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে
- করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে আবারো ২৫শ টাকা দেয়া হবে
- কচুয়ায় পুষ্টি বিষয়ক বার্ষিক যৌথ পরিকল্পনা সভা
- বাগেরহাটে ফোন করলেই চিকিৎসক যাবে রোগীর বাড়ি
- মঠবাড়িয়ায় বালুতে পুতে রাখা নিহত যুবকের পরিচয় মিলেছে : গ্রেপ্তার ১
- দেশে ৭৪ লাখ ডোজ টিকা দেয়া শেষ
- রফিকুল মাদানীর ফোনে পর্নো ভিডিও, বিয়ে নিয়েও অস্পষ্টতা
- কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
