• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিলেন পেসার রুবেল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

করোনা পরিস্থিতিতে মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য বাগেরহাটে ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তার পক্ষ থেকে বাগেরহাট পৌরসভার মেয়রের কাছে এসব স্ক্যানার পৌঁছানো হয়।

বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৮টি, পুলিশ বিভাগকে ৬টি, জেলা প্রশাসনকে তিনটি, বাগেরহাট পৌরসভাকে একটি এবং সদর উপজেলা পরিষদকে দুটি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দেওয়া হয়েছে। এই ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিয়ে স্পর্শ ছাড়াই মানুষের শরীরের তাপমাত্র নির্ণয় করা যায়। বাগেরহাটের বিভিন্ন চেক পোস্ট এলাকায় পুলিশ এটি ব্যবহার করবে। অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানেরও এটি কাজে লাগবে।

দেশের করোনা পরিস্থিতিতে বাগেরহাটের সন্তান জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন ইনফ্রারেড থার্মাল স্কানার দেয়ায় খুশি এলাকাবাসী।
বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাটের গর্ব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন মানুষের জন্য ২০টি ইনফ্রারেড থার্মাল স্কানার দিয়েছেন। এর মাধ্যমে জেলার মানুষের উপকার হবে। এছাড়াও করোনা পরিস্থিতিতে নিজ জেলার মানুষের জন্য আরও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পেসার রুবেল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে সবাই বিপর্যস্ত। আমার নিজ জেলা বাগেরহাটবাসীও এই ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি থেকে দ্রুত মুক্তি পেতে কার্যকর ভূমিকা পালন করতে সকলের এগিয়ে আসা প্রয়োজন। জেলারবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি আমার ক্ষুদ্র প্রয়াস। পরিস্থিতি স্বাভাবিক না হলে বাগেরহাটবাসীকে আরও সহযোগিতা করার আশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বিত্তবান ও সেলিব্রেটিরা যে যার জায়গা থেকে এই পরিস্থিতিতে এগিয়ে আসলে করোনা পরিস্থিতি মোকাবিলা করা আরও সহজ হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা