• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পরিবারের কাছে ফিরতে চায় শিশু মীম

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

বাগেরহাট শহরের মুক্তি ক্লিনিকের সামনে থেকে উদ্ধার হওয়া ৭ বছর বয়সী শিশু মীম বাবা-মায়ের কাছে ফিরতে চায়। পুলিশও খুঁজে বেড়াচ্ছে মীমের অভিভাবককে।

একদিন অতিবাহিত হলেও অভিভাবকদের খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেলে পারভেজের কাছে শিশুটিকে হস্তান্তর করেছে বাগেরহাট সদর থানা পুলিশ।

পরবর্তীতে মীমকে বাগেরহাট সরকারি শিশু পরিবারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৩ অক্টোবর) রাতে ৯৯৯ এ ফোন পেয়ে বাগেরহাট শহরের মুক্তি ক্লিনিকের সামনে থেকে মীমকে উদ্ধার করে পুলিশ।

শিশু মীমের গায়ের রং কালো। তার পরনে কালো-হলুদ ও সাদা রং মিশ্রিত একটি জামা রয়েছে। তার কাছে একটি ব্যাগও রয়েছে। সে শুধুমাত্র তার নাম মীম এবং বাড়ি সিলেট এই দুটি শব্দ স্পষ্টভাবে বলতে পারে। বাবা-মা বা অন্য অভিভাবকদের নাম জানতে চাইলে বলে শারমিন। কেউ কোন কথা বললে তাকে বলে আমি বাড়ি যামু।

এই শিশুর অভিভাবকদের খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা করছি। আপাতত তাকে দশানীস্থ সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। সেখানেই তার খাবার-কাপড়সহ সব ধরনের ব্যবস্থা করা হবে। তার অভিভাবকদের খুঁজে পেতে আমরা সব ধরণের চেষ্টা করছি। অভিভাবকদের খুঁজে না পাওয়া পর্যন্ত মীম সরকারি শিশু পরিবারেই থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা