• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আন্তর্জাতিক নার্স দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ মে ২০২২  

বাগেরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয। র‌্যালীটি বাগেরহাট জেলা হাসপাতাল চত্বর ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নার্সিং ইনস্টিটিউটে এসে শেষ হয়।

পরে নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মনোয়ারা আনসার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক অসীম কুমার সমাদ্দার, ডাঃ শাহনেওয়াজ, ডাঃ ইস্কেন্দার আলম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, জেলা পাবলিক হেলথ নার্স হেমলতা সরকার, নার্সিং সুপারভাইজার গীতা রাণি কুন্ডু, লাভলী আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সেবায় নার্সদের ভূমিকা অনস্বীকার্য্য। চিকিৎসকদের সহযোগিতা ও রোগীর সেবা নার্সরা অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। এজন্য নার্সদের সম্মান ও সুযোগ সুবিধা সরকার বৃদ্ধি করেছেন। ভবিষ্যতেও নার্সদের উন্নয়নে কাজ সরকার কাজ করবে। এজন্য কর্মরত সকল সেবিকাদের সঠিক ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা প্রদানের অনুরোধ জানান বক্তারা।

এর আগে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। এসব অনুষ্ঠানে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট এর প্রশিক্ষক, শিক্ষার্থী ও জেলা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা