• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে সম্প্রীতির অলিম্পিয়াড অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অলিম্পিয়াডে সদর উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদিন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন এবং শান্তির বার্তা প্রদান করেন।

দি হাঙ্গার প্রজেক্ট এর ব্রেভ প্রকল্প আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ব্রেভ প্রকল্পের জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সভাপতি এস কে এ হাসিব ও সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম আজাদ ।

এছাড়া ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০জন শিক্ষার্থী, ৫০ জন শিক্ষক, ব্রেভ ইয়ুথ, মেন্টর, জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সদস্যসহ ৫ শতাধিক মানুষ সম্প্রীতির অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা