• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কারসাজি করে শস্যের দাম বাড়ালে ছাড় নয় : জেলা প্রশাসক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২  

দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা সরকারি নিয়ম বহির্ভূতভাবে মজুদ, কালোবাজারিসহ নানা অনিয়মের আশ্রয় নেওয়ায় বাজারে খাদ্য শস্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। অনেকে আছেন যারা কারসাজি করে শস্যের দাম বাড়ান।

এ ধরনের কারসাজিতে জড়িত থাকলে কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। ’ 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে চালকল মালিক, ধান সরবরাহকারী, বিভিন্ন কোম্পানির পরিবেশ ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান।  

তিনি বলেন, নীতি নৈতিকতার মধ্য দিয়ে যারা ব্যবসা করবেন তাদের সঙ্গে সরকার রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সৎ ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে।  

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা তাহসিনুল হক, কৃষি বিপণন কর্মকর্তা সুজাত খান, সাংবাদিক বাবুল সরদার, আলী আকবর টুটুল, ব্যবসায়ী মিজানুর রহমান, সোহাগ শেখ, দুলাল তালুকদার প্রমুখ।  

সভায় বক্তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কীভাবে ভোক্তা পর্যায়ে আরও বেশি সুবিধা দেওয়া যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা