• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

বাগেরহাটে বাসি গরুর মাংসে রং মিশিয়ে বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

সোমবার বাগেরহাট বাজারের শহর রক্ষা বাঁধ এলাকায় বাসি (আগের দিনের) গরুর মাংসে রং মিশিয়ে বিক্রি করছিল মাংস ব্যবসায়ী বরকত উল্লাহ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল্লা ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাবাজারের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় আগের দিনের বাসি মাংসে রং
দেওয়া সময় হাতেনাতে বিক্রেতাকে ধরা হয়। পরে বরকত উল্লাহকে মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা