• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ভিক্ষুকদের সহায়তা প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ জুন ২০২১  

বাগেরহাটের চিতলমারীতে ভিক্ষাবৃত্তি রোধে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে ভিক্ষুকদের মাঝে সহয়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে দাড়িয়ে পাঁচজন ভিক্ষুকের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, চিতলমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু মূছা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন ও চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখর ভক্ত প্রমূখ।

 

চিতলমারী উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে বিতরণকৃত সহয়তার মধ্যে ছিল ২ টি ছাগল, নগদ ১১০০ টাকা, ৬ খানা ঢেউটিন, চাল ১০০ কেজি, ডাল ৩ কেজি, লবন ২ কেজি ও সয়াবিন তেল ২ লিটার।

 

সহয়তা প্রাপ্ত ভিক্ষুকরা হলেন, উপজেলার শিবপুর গ্রামের আব্দুস ছালাম মোল্লা, বড়গুনি গ্রামের কহিনুর বেগম, শিবপুর গ্রামের লতিফা বেগম, পরানপুর গ্রামের সালাম মৃধা ও শিবপুর গ্রামের রাহিমা বেগম।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা