• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বনে ছাড়া হলো আরও ২৭ পদ্মগোখরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১  

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার লোকালয় থেকে ধরা পদ্মগোখরা প্রজাতির আরও ২৭টি বিষধর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো ছেড়ে দেওয়া হয়।  বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জুগিরহাওলা গ্রামের বয়াতিবাড়ি থেকে পদ্মগোখরা প্রজাতির ২৭টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। প্রাণীকল্যাণ সংগঠন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী এবং বন বিভাগের কর্মীদের যৌথ উদ্যোগে ওই বাড়ি থেকে সাপগুলো উদ্ধার হয়। পরে শুক্রবার বিকালে গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো ছেড়ে দিয়েছেন বনকর্মীরা। 

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য মোহাম্মাদ রোমান বলেন, একটি বাড়িতে সাপের বাচ্চা আছে- এমন খবর পেয়ে বন বিভাগকে অবহিত করি। পরে যৌথ উদ্যোগে সাপগুলো উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।

রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত সাপের বাচ্চা বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বুধবার ২৫টি পদ্মগোখরা সাপ রাঙ্গাবালী বন বিভাগ ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর যৌথ উদ্যোগে উদ্ধার করে একই বনে ছাড়া হয়েছিল।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা