• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লঞ্চে আগুন: নিখোঁজ এখনও ২৫

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

ঝালকাঠীর সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। তবে বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমকে এখন পর্যন্ত ২৫ জন নিখোঁজ যাত্রীর তথ্য দিয়েছেন স্বজনরা।  কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন, এখন পর্যন্ত নিখোঁজ ২৫ জনের তালিকা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ আছেন শতাধিক। 

ঝালকাঠী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানিয়েছেন, সুগন্ধা নদীতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত আছে। নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার হয়নি।

এদিকে শনিবার বরগুনার সার্কিট হাউস মাঠে ৩০ জনের জানাজা শেষে ২৩ জনকে গণকবর দেওয়া হয়। বাকিদের শনাক্ত করে পরিবার। এর আগে ৩৭ মরদেহ পাঠানো হয় বরগুনার উদ্দেশে। এরমধ্যে বরিশাল থেকে চারজন শনাক্ত হন। বাকি ১০ জনকে বরগুনা থেকে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঝালকাঠীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল। আগুন লাগার পর যাত্রীরা নেভানোর চেষ্টা করেন। অনেকে ছাদে চলে যান। কেউ কেউ নদীতে লাফ দেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা