• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লঞ্চে অগ্নিকান্ড : নারীর লাশ উদ্ধার, মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ষষ্ঠ দিনে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার সকাল সাড়ে ৮টায় বিষখালী নদীর চরে আটকে থাকা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ তুলে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে আসে।

মরদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল গোলাপি কামিজ।

প্রাথমিক সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা