• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে পড়ে রোহান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) রাতে চুয়াডাঙ্গা শহরের বেলগাছি রেলক্রসিংয়ের অদূরে এই ঘটনা ঘটে।

রোহান হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের অটোরিকশাচালক রায়হান উদ্দিনের ছেলে। সে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেসে বাড়ি ফিরছিল রোহান। ট্রেনটি বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছালে, দরজায় দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলতে যায়। এ সময় রেলের ট্রাফিক সিগন্যালে হাত লেগে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর জাহান রুমি জানান, রোহানের পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। কান দিয়েও রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছিল। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, রাতে ঢাকায় নেওয়ার পথে ঝিনাইদহের হাটগোপালপুর পৌঁছালে রোহানের অবস্থার অবনতি হয়। রাত ১১টায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, টিকটক ও সেলফি তোলার জন্য প্রায়ই ট্রেনে চুয়াডাঙ্গায় যাতায়াত করতো রোহান। তার বাবা অটোকিশাচালক ও মা প্রবাসী। বাবার সঙ্গেই থাকতো সে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা