• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

যশোরে বালুবোঝাই ট্রাকের চাপায় বিআরডিবি কর্মকর্তা নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

যশোরের কেশবপুর থেকে নতুন কর্মস্থল মাদারীপুরে যোগদান করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আশরাফ উদ্দিন (৫০) নামে এক বিআরডিবি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার মৃত নওয়াব আলী সরদারের ছেলে মোঃ আশরাফ উদ্দিন (৫০)। মঙ্গলবার সকালে ভ্যানযোগে কেশবপুর পৌরশহরের ত্রিমোহিনী মোড় এলাকায় পৌছালে পেছন থেকে বালি বোঝায় একটি ট্রাক ধাক্কা দেয়। ওই সময় রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে গিয়ে ঘটনাস্থলেই আশরাফ মারা যায়।

আশরাফের পরিবার সূত্রে জানা যায়, আশরাফ কেশবপুর বিআরডিবি শাখায় কর্মরত ছিলেন। সোমবার তার মাদারীপুরে বদলির আদেশ আসে। নতুন কর্মস্থল মাদারীপুরের উদ্দেশে আজ ভোরে মোটরসাইকেলযোগে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা