• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

যুবককে হত্যার দায়ে দুই সহোদরের যাবজ্জীবন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জুন ২০২২  

পিরোজপুরের নেছারাবাদে যুবককে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২০ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. মুহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সোহাগদল গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে বাদশা শেখ ও কাইউম শেখ।

আদালত সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের আব্দুর রশিদের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বাদশা শেখের পরিবারের বিরোধ চলে আসছিল। ২০১২ সালের ৩০ অক্টোবর বিকেলে স্থানীয় কামালের চায়ের দোকানের বিরোধের জমি নিয়ে সালিশ হয়। এ সময় রশিদের ছেলে জাকির হোসেনের সঙ্গে প্রতিপক্ষের বাগবিতণ্ডা হয়। রশিদ ও তাঁর তিন ছেলে জাকির হোসেন, মো. সুমন ও মামুন হোসেনকে মারধর করেন বাদশা শেখ ও কাইউম শেখ। বাদশার লাঠির আঘাতে জাকির হোসেনের মাথায় গুরুতর জখম হয়।

একই বছরের ১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মারা যান। এ ঘটনায় জাকির হোসেনের বাবা আব্দুল মিয়া বাদী হয়ে হত্যা থানায় মামলা করেন। ২০১৪ সালের ৩১ অক্টোবর মামলাটি তদন্ত শেষে পিরোজপুরের সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) প্রশান্ত কুমার দে সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সরকার পক্ষের আইনজীবী (পিপি) খান মো. আলাউদ্দিন বলেন, ২৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। আমরা এ রায়ে সন্তোষ্ট।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস বলেন, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। তাই এ মামলা নিয়ে উচ্চ আদালতে আপিল করবো।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা