• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিদ্যুতের পোলের সাথে বেধে নির্যাতন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা বিক্রয় করতে নিষেধ করায় স্বপন (২৫) নামে এক যুবককে বিদ্যুতের পুলের সাথে বেধে অমানুষিক নির্যাতন করে ক্ষত স্থানে লবন লাগানোর অভিযোগ উঠেছে আকছাদ নামে এক মাদক কারবারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা কড়াইতলা বাজারে। নির্যাতনের শিকার স্বপন উপজেলার বলাবাড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ও ইলেকট্রিক মিস্ত্রি। এই ঘটনায় স্বপনের ভাই রিপন আলী বাদি হয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন বিকেলে কাজ শেষে পাশপাতিলা কড়াইতলা বাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় একই উপজেলার চতুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী আকছাদ আলী (৩০), পুলাদ আলীর ছেলে শামিম (২০) ও ইনতা (২৬) এবং ল্যাটা শেখের ছেলে হাবীব স্বপনকে জোরপূর্বক একটি ভ্যানে উঠিয়ে উপজেলার সাইনবোর্ড বাজারে একটি বৈদ্যুতিক পোলের সাথে বেধে লাঠি সোটা এবং দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটাতে থাকে। এ সময় খবর পেয়ে স্বপনের মা সেখানে গিয়ে বাঁধা দিলে তাকেও লাথি মেরে ফেলে দেয়। এসময় হাবীব স্বপনের ক্ষত স্থানে লবন লাগিয়ে দেয়। তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে স্বপনকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বর্তমানে চিকিৎসাধীন আছে।      

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলায়ে যাচ্ছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা