• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নৌকা থেকে ১২০ কেজি ‘হরিণের’ মাংস জব্দ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

বরগুনার খাকদন নদীতে একটি নৌকা থেকে ১২০ কেজি মাংস জব্দ করেছে পুলিশ। চারটি বস্তায় আলাদাভাবে মাংস বিক্রির উদ্দেশ্যে পাথরঘাটা এলাকার সুন্দরবন থেকে বরগুনায় আনা হচ্ছিল। জব্দকৃত মাংস বরগুনা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বেলা পৌনে ১১টায় বরগুনার ক্রোক এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি মাংস জব্দ করে পুলিশ। জব্দকৃত মাংস বরগুনা সদর থানায় নিয়ে আসা হয়। এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ বলেন, জব্দকৃত ১২০ কেজি হরিণের মাংস কিনা তা পরীক্ষার জন্য নমুনা রেখে সব মাংস বরগুনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মাংস মাটিতে পুঁতে ধংস করা হয়েছে।

তিনি আরও বলেন, নৌকার মাঝি কবিরের নামে এ ব্যা পারে মামলা করা হয়েছে।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, জব্দকৃত ১২০ কেজি হরিণের মাংস বন বিভাগের পুরোনো ভবনের পাশে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে। এখানে ৩ থেকে ৪টি হরিণের মাংস ছিলে বলে ধারণা করা হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা