• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনার প্রকোপ বৃদ্ধি, ভোমরা স্থলবন্দরে বাড়তি সতর্কতা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

ভোমরা স্থলবন্দর ব্যবহার করে প্রতিদিন ১৮০০ থেকে ২০০০ যাত্রী যাতায়াত করছেন। করোনাভাইরাস নিয়ে শুরু থেকে সতর্কতা অবলম্বন করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজরিহা হুসাইন জানান, করোনা প্রতিরোধে আমরা ভোমরা স্থলবন্দর ব্যবহার করে যাতায়াত করা প্রতিটি যাত্রীকে মেশিনের সাহায্যে টেম্পারেচার নির্ধারণ ও শারীরিক অবস্থা নির্দিষ্ট ফর্মে লিপিবদ্ধ করে তারপর যাওয়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে কাজ করছি।
এ বিষয়ে ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মামুন কবীর তরফদার বলেন, করোনার নতৃন ধরন নিয়ে আমরা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পূর্বের ন্যায় জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ঘোজাডাঙ্গা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যাতে তাদের দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য ও তাপমাত্রা পরীক্ষার মাধ্যমে তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা