• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঝালকাঠিতে দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ নিহত ২

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল ও সিলিন্ডারবোঝাই কাভার্ড ভ্যানের সংঘর্ষে সাবেক সেনা সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন শাহিন ও আলী হায়দার মহারাজ । আনোয়ার হোসনের বাড়ি আঙ্গারিয়া এলাকায়। বাবার নাম নাজেম তালুকদার। উপজেলার পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে আলী হায়দার মহারাজ ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোংলা থেকে ছেড়ে আসা সিলিন্ডারবোঝাই একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী পিরোজপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ‌্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান।

দুর্ঘটনার পর থেকে প্রায় ১ ঘণ্টা খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। এতে সড়কের দুই প্রান্তে যানজট সৃষ্টি হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত দুই জনের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা