• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নাই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্যময় জীবন ও সুস্থ মন গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। প্রধানমন্ত্রী দেশকে গোটা বিশ্বে পরিচিতি ঘটানোর লক্ষে খেলাধুলাকে প্রধান্য দিয়েছেন। সম্প্রতি তিনি ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য জেলা প্রশাসক সম্মেলনে নির্দেশ দিয়েছেন। ক্রীড়া শরীর মনন বিকাশে ক্রীড়াকে প্রধান্য দেওয়ার জন্য সকলকে আহবান জানান। তিনি গতকাল রোববার সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন কালে এসব কথা বলেন। বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শহিদ উল আহসান, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ. হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ।
পরে মন্ত্রী উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা