• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কালীগঞ্জে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

ঝিনাইদহ কালীগঞ্জে মাছের পিকআপের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী স্বামী-সাব্দার হোসেন (৪৮) ও স্ত্রী পারভিনা বেগম (৪০) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের মেয়ে সাথী (২৫) সহ ৩ জন। আহতদের প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) ভোর ৬ টার দিকে মোবারকগঞ্জ চিনিকল ফটকের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে । তাদের বাড়ি জেলার সদর উপজেলার বিষয়খালী গ্রামে। তারা সকলেই বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানযোগে যশোরে ডাক্তার দেখাতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে সাব্দার হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে যশোর ডাক্তার দেখাতে যাচ্ছিল। তারা যশোর-ঝিনাইদহ মহাসড়কের মোচিক গেটের সামনে গেলে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ এসে ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা সাব্দারের পরিবারের সদস্যরা সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে  যশোর ও কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সাব্দার হোসেন এবং তার স্ত্রী পারভিনা বেগম মারা যায়। এসময় তাদের মেয়ে সাথী খাতুন, তার শিশুপুত্র আরাফাত হোসেন (৭) ভ্যানচালক আব্দুল করিমকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে পরে তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, হাসপাতালে পৌছানোর আগেই পারভিনা বেগম মারা গেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা