• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

গাড়ি চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় চালক যশোরে গ্রেপ্তার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

ঝিনাইদহে গাড়ি চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে যশোরের চৌগাছা উপজেলার আড়কান্দি এলাকা আসামি মিথুনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মৃত তারিফ ঝিনাইদহের স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ২৫ মার্চ ভিকটিম নিজ বাড়ী হতে শিক্ষকের সাথে মোটরসাইকেল যোগে প্রাইভেট পড়ার জন্য বারবাজার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আসামি ঘাতক ট্রাক্টর চালক মিথুন একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাক্টর ট্রলি বেপরোয়াভাবে দ্রুত গতিতে চালিয়ে ভিকটিম ও তার শিক্ষককে বহন করা মোটর সাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তারিফ। এ সময়ে ট্রলির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তারিফকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তারিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে ট্রাক্টর চালক মিথুন যশোরসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকে। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের  আভিযানিক দল যশোরের  চৌগাছা উপজেলার আড়কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মিথুনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাতে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তী তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা