• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লোহাগড়ায় নদীতে ডুবে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

নিখোঁজের ২দিন পর লোহাগড়ার মধুমতি নদী থেকে স্কুলছাত্র রাজিব ভূঁইয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার ভোর ৬টার দিকে মধুমতি নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত স্কুলছাত্র উপজেলার পুরোনো ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাজিব মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার পুরোনো ধানাইড় গ্রামের মধুমতী নদীর ঘাট থেকে সাঁতার দিয়ে নদীর অপর পাড়ে হচ্ছিল রাজিব। এ সময় মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় সে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুমতী নদীতে ডুবে যাওয়ার পর তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করা হয়। দুই দিন অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে পারেনি ডুবুরি দলটি এবং বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষ করে তারা চলে যায়। শুক্রবার ভোরে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর আজমপুর এলাকায় মধুমতী নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে জানান। তিনি স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদীতে ডুবে নিখোঁজ শিক্ষর্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা