• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

খুলনায় সংঘর্ষ ওপুলিশ হত্যার ঘটনায়৩ মামলায় অজ্ঞাতআসামি সাড়ে ৮হাজার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

খুলনা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ চলাকালে কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা, থানায় হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাত সাড়ে ৮ হাজারজনকে আসামি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মামলাগুলো দায়ের করে পুলিশ। তবে এসব মামলায় এখনও কেউ গ্রেফতার করা হয়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক জানান, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা  হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় সন্ত্রাসীরা হরিণটানা থানায় আক্রমণ করে। এসময় ১০/১২জন পুলিশ সদস্য আহত হয়। এঘটনায় ওই থানায় মামলা হচ্ছে। পুলিশের একটি ৫ টন ওজনের পিকআপ পুড়িয়ে দেয়ার ঘটনায় সদর থানায় আরেকটি মামলা হয়েছে। সব মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান,  এস আই মোস্তফা সাকলাইন বাদী হয়ে শুক্রবার রাতে লবণচরা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় এক হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, থানায় হামলা, পুলিশ সদস্যরা আহত হওয়ার ঘটনায় ৫/৭ হাজার ব্যক্তিকে আসামি করে পৃথক একটি মামলা হয়েছে।
খুলনা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন খান জানান, পুলিশের পিকআপে আগুনের ঘটনায় ৪০০/৫০০ ব্যক্তির নামে মামলা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা