• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

খুলনায় ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

কোটা আন্দোলনকারীদের সর্বাত্মক অবরোধের মধ্যে খুলনায় আওয়ামী অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

রোববার দুপুর বারোটার দিকে খুলনার শঙ্খ মার্কেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তারা আগুন ধরিয়ে দেয়া আন্দোলনকারীরা।

এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। এ সময় আন্দোলনকারীরা সরকারের পতন ও জাতীয় সরকার গঠন নিয়েও বিভিন্ন স্লোগান দেয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকেই দলে দলে আন্দোলনকারীরা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা