• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

বরিশালের বাবুগঞ্জে স্বামীকে হত্যার অপরাধে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক টিএম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুগঞ্জের দক্ষিণ চাঁদপাশার আব্দুস সত্তার হাওলাদারের মেয়ে শারমিন জাহান সুমা এবং পরকীয়া প্রেমিক বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার আব্দুল মন্নান ফকিরের ছেলে মনির হোসেন ফকির। মনির সুমার খালাতো ভাই।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম বলেন, কবিরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৩০ মার্চ নগরীর দক্ষিণ আলেকান্দায় আসামি মনির হোসেন ফকিরের বাসায় বেড়াতে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিটনকে অপরহণের পর হত্যা করে কীর্তনখোলা নদীতে লাশ ফেলে দেয়া হয়। ওই বছরের ৩ এপ্রিল কীর্তনখোলা নদী থেকে লিটনের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই হেমায়েল কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৪ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার রেজাউল করিম মামলাটি তদন্ত করেন। তদন্তে পরকীয়ার কারণে লিটন খুন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে সুমা এবং মনিরকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা