• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকা থেকে রাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।

গ্রেপ্তার রাজ জাফলং চা-বাগান এলাকার রাঙা সাঁওতালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার জাফলং চা-বাগান এলাকার রাজ সাঁওতাল নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হলে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা সচেষ্ট। জননিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো কাজ আমার থানা এলাকায় করতে দেওয়া হবে না। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি। এখন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা