দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৬ দফা সুপারিশ
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪
ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও প্রায় ১৭ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা সুপারিশ করেছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া সুপারিশের আলোকে এরই মধ্যে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেতে না পারা কর্মীদের টাকা ১৮ জুলাইয়ের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দোলনের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়। আজ মঙ্গলবার হাইকোর্ট এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। আদালতে শুনানিকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এবং রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তানভীর আহমেদ।
এর আগে গত ৩০ জুন হাইকোর্টের এই বেঞ্চ মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে না পারার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে নির্দেশ দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি এবং বায়রা মহাসচিবকে এই নির্দেশ দেওয়া হয়। ওই আদেশ অনুযায়ী গতকাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রতিবেদন দাখিল করা হয়।
এতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তারা সব তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে প্রাপ্ত ফল ও সুপারিশ করে।
সুপারিশগুলো হচ্ছে—কর্মী প্রেরণের ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। যেসব কর্মী বিদেশে যেতে পারেননি, তাদের কাছ থেকে নেওয়া অর্থ অবিলম্বে ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ প্রদান। রিক্রুটিং এজেন্সি কর্তৃক মন্ত্রণালয় নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি গ্রহণের অভিযোগ আইনানুগভাবে নিষ্পত্তি করা। ভবিষ্যতে কর্মী প্রেরণের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার সঙ্গে মিল রেখে চাহিদাপত্র ও ভিসা ইস্যুর তারিখ নির্ধারণ করা। মোবাইল ফোন, হোয়াটস অ্যাপ, ইমেইল ও সরাসরি মন্ত্রণালয়ে প্রাপ্ত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অভিযোগকারী কর্তৃক পাঠানো ডকুমেন্ট ও অভিযোগের তালিকা মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করা।
এ ছাড়া ভবিষ্যতে এ রকম পরিস্থিতি হলে কী করতে হবে, সে সম্পর্কেও মতামত দেয় তদন্ত কমিটি। সেগুলো হলো—মালয়েশিয়ান কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সি নির্বাচনের বিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সব রিক্রুটিং এজেন্সি কর্মী নিয়োগের সুযোগ পায়। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা, যাতে চাহিদাপত্র ইস্যু থেকে কর্মীর বিদেশ গমন ও পরবর্তী পরিস্থিতি তদারকি করা যায়। এই পদ্ধতিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং রিক্রুটিং এজেন্সি সংযুক্ত থাকতে পারে। মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি গ্রহণের পর বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড গ্রহণ এবং কর্মী প্রেরণের সময় নির্দিষ্ট করা। রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসী কর্মীদের কাছ থেকে অভিবাসন ব্যয় গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা। ই-ভিসা প্রাপ্ত যেসব কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি, তাদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সে দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা।
তদন্ত কমিটির সুপারিশের আলোকে গৃহীত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে—যেসব কর্মী ই-ভিসা এবং বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করার পরও মালয়েশিয়ায় যেতে পারেনি, সে বিষয়ে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে কারণ দর্শানো হয়েছে। এ ছাড়া গমনেচ্ছু যেসব কর্মী তদন্ত কমিটির কাছে অভিযোগ করেছেন, তাদের সব ধরনের দেনা-পাওনা নিষ্পত্তিপূর্বক প্রমাণসহ আগামী ১৮ জুলাইয়ের মধ্যে অবহিতকরণে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
গত ৩ জুলাই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থারও প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তা, বায়রার নেতারা এবং সংশ্লিষ্ট এজেন্সির মালিকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়—মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের থেকে নেওয়া সমুদয় অর্থ আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ফেরত প্রদান করতে হবে। এ ছাড়া এজেন্সিগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানা যায়, গত ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। বিমানের টিকিট সংকটসহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় ১৭ হাজার কর্মী। যাদের বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। এতে শোরগোল পড়ে যায়। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গত ২ জুন ‘৩০ হাজার যুবকের স্বপ্ন ভেঙে ২০ হাজার কোটি টাকা লুট’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।
- এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা
- ২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকর
- মোংলায় চোরাই তামার তার, স্টিল ও লোহার বারসহ যুবক আটক
- বিগত ১৬ বছর খুলনা বিভাগ বৈষম্যের শিকার হয়েছে
- অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- বাগেরহাটে টানা বৃষ্টিতে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ
- রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামাদিসহ দুই পাচারকারী আটক
- বাগেরহাটে শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- নিজের হাতে ভোট না দেওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: গয়েশ্বর
- জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অনুরোধ রাষ্ট্রদূতের
- ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে সেনাবাহিনীর হাতে
- এনআইডি সংশোধন: কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনছে ইসি
- আশুলিয়ায় পুরোদমে চলছে উৎপাদন, বন্ধ ২৫ কারখানা
- বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, জানালেন জয়শঙ্কর
- আল-জাজিরার প্রতিবেদনে উঠে এল আয়না ঘরের বর্ণনা?
- মার্কিন কর্মকর্তাদের আর্টবুক উপহার দিলেন প্রধান উপদেষ্টা
- প্রধান উপদেষ্টার সেনা সদর পরিদর্শন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল
- বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের
- ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর
- বাড়ছে ঋণের বোঝা, কমাতে হবে অপচয় :অর্থ উপদেষ্টা
- মাজার ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষার নির্দেশ,কঠোর হচ্ছে সরকার
- মোরেলগঞ্জে স্প্রে দিয়ে স্বর্ণালংকার লুটের অভিযোগ
- ফ্যাসিস্ট আওয়ামী সরকার ১৬ বছর অবৈধভাবে দেশ শাসন করেছে: মামুনুল হক
- ফেরিতে অতিরিক্ত টোল আদায় করায় আদায়কারীর কারাদন্ড ও জরিমানা
- ন্যায় বিচার করা হবে, তবে বিচারের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না
- পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার ভারতের, কমবে দাম
- বিএসএফের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ বিজিবির
- তিন প্রকল্প থেকে ফেরত যাচ্ছে ৭ হাজার কোটি টাকার বেশি
- শহীদদের তালিকা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি
- ‘সীমান্ত বাসিন্দার কাছে অচেনা দুর্যোগ’
- ধীরে নামছে বানের পানি, বৃষ্টি কমায় ৫ জেলায় পরিস্থিতির উন্নতি
- বন্যাকবলিত ফেনীতে সেনাপ্রধান, উদ্ধার কাজে দিকনির্দেশনা
- বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিল সেনাবাহিনী
- ‘সেনাগৌরব পদক’ পেলেন আলোচিত সেই ক্যাপ্টেন আশিক
- বনখেকো এ কে আজাদ
- খুবি ভিসির পদত্যাগ রোধে শিক্ষার্থীদের অনশনের হুমকি
- বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য
- ব্যাংক লুটেরাদের আইনের আওতায় আনা হবে : এনবিআর চেয়ারম্যান
- বন্যাকবলিত এলাকায় উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনা ও নৌবাহিনী
- এমপক্স কোভিড মহামারির মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই: ডব্লিউএইচও
- আইনের শাসন প্রতিষ্ঠায় যা করা সম্ভব,তাই করবে অন্তর্বর্তী সরকার
- কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই জলদস্যু আটক
- শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বল প্রয়োগ করা যাবে না:শিক্ষা উপদেষ্টা
- আনসার সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ
- এ মাসেও বন্যার আশঙ্কা
- ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- বাগেরহাটে ছাত্র আন্দোলনে নিহত শামীমের দাফন সম্পন্ন
- বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে
- কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না : অর্থ উপদেষ্টা