• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে চলছে শেষ পর্যায়ের কাজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১  

পদ্মা সেতুর সড়কপথের পিচ ঢালাইয়ের (কার্পেটিং) কাজ শুরু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে এ কাজ শুরু হয়।

বিশ্বমানের এই কার্পেটিংয়ের কাজ ঘিরে পদ্মা সেতু এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সেতুর জাজিরা প্রান্তে কার্পেটিংয়ের জন্য যাবতীয় মালামাল ও উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। এদিকে স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। ইতোমধ্যে সড়কপথের শেয়ার পকেটের কাজ শেষ হয়েছে। চারলেন সেতুর মাঝখানে ডিভাইডার চার কিলোমিটার সম্পন্ন হয়েছে। ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতুর সড়কপথের ৫ হাজার ৮৩৪ শেয়ার পকেটই সম্পন্ন হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা