• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৭৫ হাজার শিক্ষার্থী পাবে শতবর্ষে শত তথ্যে বঙ্গবন্ধু পুস্তিকা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১  

মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্কুল-কলেজের ৭৫ হাজার শিক্ষার্থী পাবে 'শতবর্ষে শত তথ্যে বঙ্গবন্ধু' নামক পুস্তিকা।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুস্তিকা বিতরণের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, খোদেজা খাতুন, উপপরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দেসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু শীর্ষক ৭৫ হাজার পুস্তিকা প্রকাশিত করা হয়েছে। পুস্তিকাটি জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে দেওয়া হবে। প্রথমদিন অর্ধশত শিক্ষার্থীর মাঝে পুস্তিকাটি বিতরণ করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা