• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জানুয়ারী থেকে এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২  

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী বছর থেকে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে সারা দেশে এ নিয়ম কার্যকর করা হবে।

আজ রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, ‘দে‌শের সকল প্রাথ‌মিক বিদ্যালয়কে এক শিফটে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছরের জানুয়া‌রি থেকে এটা কার্যকর ক‌রতে পারব। সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে।’

সচিব আরও বলেন, ‘আমাদের দুই কক্ষের স্কুল আছে। এক কক্ষেরও স্কুলও আছে। তিন কক্ষের স্কুলও আছে। এই দুই কক্ষে তো আসলে ছয়টা ক্লাস চালানো সম্ভব না। আর রাতারাতি আমরা ভবনও নির্মাণ করতে পারছি না। আমরা ছাত্র ও শিক্ষক সংখ্যা সবকিছু বিবেচনা করে আমরা দেশের সব স্কুলকে এক শিফটে আনার পরিকল্পনা করেছি। সে ব্যাপারে কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দেওয়ার কথা ছিল আগেই। কিন্তু ফলাফল দিতে গেলে যারা বিদ্যমান শিক্ষক আছেন, তাদের একটি আবেদন-নিবেদন দীর্ঘদিন পড়ে আছে। করোনাভাইরাস মহামারির কারণে যেটা নিষ্পত্তি করা সম্ভব হয়নি।’

‘প্রতিমন্ত্রীর নির্দেশে আমরা অনলাইন বদলির কাজ করছি। তিনি বলেছেন যে আগামী বিজয় দিবসের আগে অনলাইনে বদলি ও সহকারী শিক্ষক নিয়োগের কাজটি তিনি শেষ করতে পারবেন। আমাদের বিভিন্ন পদ শূন্য রয়েছে, সেখানে মামলা রয়েছে, রিট রয়েছে, সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছি। বদলিটা আমরা সম্পূর্ণ অনলাইনে নিয়ে গেছি।’

সচিব বলেন, ‘আমরা চেষ্টা করছি, যেসব কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানে ১০ বছর কিংবা ১২ বছর ধরে আছেন, তারা স্বাভাবিকভাবে তিন বছর পরপর বদলি হবেন।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা