• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

২ সপ্তাহের মধ্যে আরও দুটি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা নিয়োগের আরও দুটি বিজ্ঞপ্তি আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ। তিনি বলেন, ‘আমরা আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এরপর এক সপ্তাহ পর আরেকটি এবং এর পরের সপ্তাহে আরেকটি বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বুয়েটের সাথে আলোচনা করেছি। আলোচনা অনুযায়ী আমরা এখন বিভাগভিত্তিক নিয়োগ দিব। এজন্যই আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।’

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এটি প্রকাশ করেছে। আজকে তিনটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এদিকে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এসময় তিনি বলেন, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্েয ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা