• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল শুক্রবার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল শুক্রবার প্রকশিত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েসবসাইট থেকে ফল জানা যাবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দেশের আটটি শিক্ষা বোর্ড থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন এক লাখ ৪ হাজার ৬৬৫টি। এর মধ্যে কেবল ঢাকা শিক্ষা বোর্ডেই আবেদন করেছেন ৩১ হাজারের অধিক শিক্ষার্থী।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামীকাল শুক্রবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনঃনিরীক্ষার ফল দেখতে পারবেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা