• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সিনেমা ফ্লপ হওয়ায় দেশ ছেড়ে দিতে চেয়েছিলেন অক্ষয়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২  

বলিউড ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয় কুমার। ১১ আগস্ট মুক্তি পেয়েছে তার ‘রক্ষা বন্ধন’ ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এতে আরও আছেন ভূমি পেড়নেকর। সিনেমাটি মূলত ভাই বোনের সম্পর্ক তুলে ধরা হয়েছে। তবে পাঁচ দিনে বক্স অফিসে মাত্র ৪৬ কোটি রুপি আয় করেছে।

আশা অনুযায়ী ছবিটি সাফল্য পায়নি। এ ছবিসহ চলতি বছরে অক্ষয় কুমারের তিনটি সিনেমা ফ্লপ হয়েছে। সেগুলোর মধ্যে ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ও উল্লেখযোগ্য।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে প্রশ্ন আসে, কেনো তাকে ‘কানাডা কুমার’ বলা হয়?

অক্ষয়ের উত্তর, কানাডার নাগরিক তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমার ১৪-১৫টি সিনেমা টানা ফ্লপ হয়। তখন ভেবেছিলাম সিনেমা ছেড়ে অন্য পেশায় যাবো। এরপর কানাডা প্রবাসী আমার এক বন্ধু আমাকে সে দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে নতুন ব্যবসা শুরু করার পরামর্শ দেন।

তার কথায় আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করি এবং খুব তাড়াতাড়ি নাগরিকত্ব পেয়েও যাই।’

আমি কানাডার নাগরিকত্ব পাওয়ার পর পরবর্তী সিনেমাগুলো হিট হতে লাগলো। এরপর সিদ্ধান্ত নেই ভারতেই থাকবো। আসলে পুরো বিষয়টাই ভাগ্য। আমার কাছে দু’দেশেই কর দেওয়ার সুযোগ আছে। তবে আমি ভারতেই কর দিয়ে থাকি। কানাডার নাগরিক বলেই হয়তো অনেকে আমাকে ‘কানাডা কুমার’ বলেন। তবে আমি মনে প্রাণে ভারতীয়।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা