• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৫০ তম দিনে ‘অপারেশন সুন্দরবন’, দর্শকরা পাবেন আইফোন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২  

প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ৫০ দিন পার করেছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে দীর্ঘদিন ধরে চলে আসা দস্যুতা দমনে র‌্যাবের ভূমিকা ও বাংলাদেশের সক্ষমতা নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’।

এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে টিকিট কেটে সিনেমা দেখা ২০ দর্শককে লটারির মাধ্যমে আইফোন দেওয়ার তারিখ ঘোষণা করা হবে।

এছাড়াও ‘অপারেশন সুন্দরবন পর্দার না বলা কথা’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। আর এর নির্মাতা দীপংকর দীপন।

প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৩ সেপ্টেম্বর। শুক্রবার (১১ নভেম্বর) মুক্তির ৫০তম দিন পূর্ণ হল। মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। পাশাপাশি সব শ্রেণির দর্শকদের কাছে থেকে পাচ্ছে প্রশংসা। এছাড়া দর্শক চাহিদা থাকায় এখন পর্যন্ত রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে প্রতি সপ্তাহে বেশ কয়েকটি শো হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে।

‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা