• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাছুরের তিন পা দেখতে ভিড় !

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

প্রাকৃতিকভাবে জন্ম নেয়া তিন পা বিশিষ্ট অদ্ভুদ জাতের একটি গরুর বাছুরকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে ওই বাছুরের লালন-পালনকারীর বাড়ীতে। আর এটির প্রতি নজর পড়ে দেশের বিভিন্ন অঞ্চলের রিসোর্ট ও পর্যটন কেন্দ্রের। এরই মধ্যে অনেকে এই বাছুরটিকে কেনার জন্য ধর্না দিচ্ছেন। দাম উঠেছে ৭০ হাজার টাকায়। তবে দিন দিন দাম বাড়ছে। আর এর চাহিদার কারণে ওই বাছুরটির দাম চাওয়া হয়েছে ৩ লাখ টাকা। 

বর্তমানে সাত মাস বয়সের এই গরুর বাছুরটির ওজন ৪০ কেজিরও বেশি।

দিনাজপুরের বিরল পৌর শহরের ৬নং ওয়ার্ডের শাকধোয়া এলাকার কৃষক মো. নুর ইসলামের বাড়ীতে প্রাকৃতিকভাবে এ অদ্ভুদ বাছুরটির তিন পা নিয়ে জন্ম হয়। বাছুরটির বয়স এখন সাত মাস। 
নীবিড় পরিচর্যার মাধ্যমে লালন-পালন করেন কৃষক মো. নুর ইসলাম। বাছুরটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন ওই কৃষকের বাড়িতে।

এ ব্যাপারে কৃষক মো. নুর ইসলাম জানান, সাত মাস আগে তিন পা নিয়েই বাছুরটির জন্ম হয়। অদ্ভুতভাবে বাছুরটি তিন পা নিয়েই দাঁড়িয়ে থাকতে পারে। ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিন পা নিয়েই অন্যান্য গরুর মতোই চলাফেরা করছে বাছুরটি। এর তিনটি পা স্বাভাবিক থাকলেও পেছনের বাম পা শরীর ভেদ করে সামান্য একটু বের হয়ে আছে। এখানে দুটি নখও রয়েছে। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে। স্বাভাবিক অবস্থায় বাছুরটি নিয়মিত খাওয়া-দাওয়া এবং বিশ্রাম করে।

তিনি আরও জানান, বিভিন্ন পর্যটনকেন্দ্র ও রিসোর্ট থেকে এই বাছুরটি ক্রয়ের জন্য প্রস্তাব আসছে। কয়েকদিন আগে একজন ৭০ হাজার টাকা বলেছেন। তবে তিন লাখ টাকা মূল্য পেলে এ ষাঁড় বাছুরটি বিক্রি করবেন বলে জানান মো. নুর ইসলাম।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা