• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জালে আটকে গেল পৃথিবীর সবচেয়ে বড় মাছ, অতঃপর...

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১  

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে তান্তাদি উপকূলের কাছে সাগরে পাতা মাছ ধরার জালে একটি দানব হাঙর ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা সেটিকে উদ্ধার করে। 

জেলা বন কর্মকর্তা (ডিএফও) অনন্ত শঙ্কর বলেন, হাঙরটিকে পরে পথ দেখিয়ে গভীর সমুদ্রে রেখে আসা হয়। এ কাজে বন্যপ্রাণী সংরক্ষকারী, বন কর্মকর্তা ও কর্মচারী এবং জেলেদের সহযোগিতা নেওয়া হয়। তিনি আরো বলেন, এটি একটি দানব হাঙর। অনেকেই এটিকে হোয়েল শার্ক বা তিমি হাঙর-ও বলে থাকেন। এটা পৃথিবীর সবচেয়ে বড় আকারের মাছ। এ ধরনের হাঙর এখন প্রায় বিলুপ্তির পথে।

তিনি আরো বলেন, এই ২ টন ওজনের মাছটিকে জীবন্ত সাগরে ফিরিয়ে আনার জন্য বন বিভাগ, জেলে এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদদের অভূতপূর্ব সমন্বয় এবং সহযোগিতা অসাধারণ ছিল। এটি একটি সাফল্য ছিল. বিশাল মাছটি সফলভাবে সাঁতার কেটে সাগরের গভীরে ফিরে গেছে।

ডিএফও বলেন, হাঙরের ছবিগুলো শনাক্তকরণের জন্য মালদ্বীপের 'তিমি হাঙর' গবেষণা প্রোগ্রামকে দেওয়া হবে। এটি আমাদের এই 'ভদ্র দানব'দের গতিবিধি এবং বিচরণক্ষেত্র আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

অনন্ত শঙ্কর বলেন, জেলেদের পরামর্শ দেওয়া হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে সরাসরি উদ্ধার ও নিরাপদ মুক্তির জন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য। জেলেদের মাছ ধরার জালের কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে এ ধরনের বিপন্ন মাছ ধরা পড়লে সেটিকে ছেড়ে দেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা