• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শীতে চাহিদা কমবে, নভেম্বরে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২  

নভেম্বরের শীতের সময় চাহিদা কমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, আশা করি শীত এলে চাহিদা কমে লোডশেডিং ঠিক হয়ে যাবে। বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে অক্সফান আয়োজিত “বাংলাদেশ ‘এনডিসি’ পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা” শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
নসরুল হামিদ বলেন, বিশ্ব পরিস্থিতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করেছি। বিদ্যুৎ উংপাদনের জন্য জ্বালানি আমাদের আমদানি করতে হয়। এখন এসবের দাম বেড়েছে। সাশ্রয়ের জন্য আমরা কিছুটা লোডশেডিং দিচ্ছি। শীত এলে চাহিদা কমে গেলে আশা করি লোডশেডিং ঠিক হয়ে যাবে।
বাংলাদেশ সোলার বিদ্যুতের প্রতিবন্ধকতার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এমনিতেই জায়গা কম। সোলার বিদ্যুতের উৎপাদন করতে প্রচুর জায়গা লাগে। এছাড়া আমাদের দরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সব দিক চিন্তা করে এগুচ্ছি।
‘তবে সৌরবিদ্যুতের বিশাল প্লান্ট একসঙ্গে না করলেও আমরা বাড়ির ছাদে বা ছোট ছোটভাবে গ্রিন বিদ্যুৎ উৎপাদন করছি। এবং আরও করব’ যোগ করেন তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা