• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অসহ্য বাতের ব্যথার উপশম এই পাতা!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

শরতের সুভ্রতা ছড়াতে শিউলি ফুল অতুলনীয়। কিন্তু শুধু সুবাস বিলানোই নয়, নানা রোগের ঘরোয়া সমাধানও এই শিউলি গাছ। এর পাতা ও ছাল রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায়।  

শিউলি গাছের পাতার রয়েছে অনেক ওষুধি গুণ। মেদ কমানো থেকে শুরু করে অসহ্য ব্যথার উপসমও এই পাতা। চলুন তবে জেনে নেয়া যাক এই পাতার গুণাগুণ সম্পর্কে-  

> গবেষণায় দেখা গেছে, শিউলি পাতার রস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রতিরোধ করে। এই পাতায় রয়েছে অ্যাণ্টি-অক্সিডেণ্ট ও অ্যাণ্টি-ইনফ্ল্যামেটারি উপাদান। যা রোগ প্রতিরোধে সাহায্য করে।

> ঠাণ্ডার সমস্যায় খেতে পারেন শিউলি পাতার রস। নিয়মিত ২ চামচ পরিমাণ পাতার রস হালকা গরম করে দিনে দুইবার খেলে উপকার পাবেন।

> শিউলির পাতা খুবই তিতকুটে স্বাদের হলেও এই পাতার রস খেলে কাশির সমস্যা কমে।

> যাদের বাতের ব্যথা আছে তারা প্রতিদিন সকালে এক কাপ পানিতে দুটি শিউলি পাতা ও দুটি তুলসী পাতা ফুটিয়ে ছেঁকে খেতে পারেন। এতে উপকার পাবেন।

> শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে।

> এছাড়া এই গাছের ছালের চূর্ণ সকালে ও বিকেলে গরম পানিতে খেলে বাড়তি মেদ ঝরে যায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা