• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

কোভ্যাক্সের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনা টিকা পাঠাল ফ্রান্স। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। টিকা পাঠানোয় এক ফেসবুক বার্তায় ফ্রান্স সরকারকে ধন্যবাদ জনিয়েছে সংস্থাটি। ইউনিসেফ জানায়, এ মহামারিতে প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। তাই অবিলম্বে সবাইকে টিকার আওতায় আনার মাধ্যমে, সংক্রমণের মাত্রা কমিয়ে নতুন ভ্যারিয়েন্টের সৃষ্টি থামানোর লক্ষ্যে ইউনিসেফ ধনী দেশগুলোকে টিকার বাড়তি ডোজ দান করার আহ্বান জানায়। এর আগে প্রধানমন্ত্রী শেখা হাসিনার ফ্রান্স সফরের বাংলাদেশকে করোনার টিকা পাঠানো ঘোষণা দেয় দেশটির সরকার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা