• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

এইডসে আক্রান্তের সংখ্যা দুই বিভাগে বেশি : স্বাস্থ্যমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

মধ্যপ্রাচ্যে ও আফ্রিকা থেকে দেশে আসা মানুষ এইডসে বেশি আক্রান্ত হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ঢাকা ও চট্টগ্রামে এর মাত্রা বেশি।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিদেশে যাওয়া আসার সময় আমাদেরকে সচেতন হতে হবে। তাহলেই কমে যাবে এইডস।

পরিবারের জন্য হলেও এইডসের চিকিৎসা নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক প্রতিবন্ধকতা ও চক্ষুলজ্জার ভয়ে এইডসের চিকিৎসা থেকে দূরে থাকা যাবে না। রোগমুক্তির উদ্দেশে চিকিৎসা নিতে হবে।

মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল করতে হবে।

এদিকে করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণটিকা কার্যক্রম এরমধ্যেই শুরু হয়েছে। এবার আমরা ৯০ লাখ মানুষকে টিকা দেব। এতে করোনা মোকাবিলায় আমাদের সাফল্য অব্যাহত থাকবে। কোভিডের মতো ভয়ংকর রোগ মোকাবিলা করেছে বাংলাদেশ। এতো ঘনবসতির মধ্যেও সচেতনতার কারণেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

তিনি বলেন, ৩২ কোটি টিকা আমরা দিয়েছি। তাই সবাই মাস্ক ছাড়াই ঘুরতে পারবে। এটাই টিকার বড় সফলতা। আমরা চতুর্থ ডোজ টিকা দেয়ার ব্যবস্থা করেছি। ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রথমেই টিকা দেয়া হবে।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা