• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

ষাট গম্বুজ বার্তা

এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হবে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

শিক্ষাবর্ষ ২০২২-২৩ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন,আমাদের শিক্ষার্থী বন্ধু এবং অভিভাবকদের অনুরোধ করবো তারা যেন হুজুগে কান না দেন। রিউমারে কান না দিয়ে যদি তারা ভালোভাবে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। অতিদ্রুত আমরা রেজাল্ট প্রকাশ করবো।

পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা সারা দেশে খোঁজ খবর রেখেছি। পরীক্ষার পরিবেশ চমৎকার। এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। মোট আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশ মেয়ে আর ৪৬ শতাংশ ছেলে। পাশের ক্ষেত্রেও নারীরা এগিয়ে আছে। এর মাধ্যমে বোঝা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সবদিকে এগিয়ে যাচ্ছে।  

এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা