• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৩৫.৩৪ শতাংশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী পাস করেছেন। শতকরা হিসেবে পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এ বছর সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে রাফসান জামান।

আজ রবিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীস্ব স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই ফল ঘোষণা করেন।

পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

এর আগে গত শুক্রবার (১০ মার্চ) সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। এরমধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা