• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জাপানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, ৩১ অক্টোবর নির্বাচন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। ৩১ অক্টোবর তিনি দেশটির সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের গণতান্ত্রিক ইতিহাসে এবারই প্রথম নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সব কটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে।

গত ৪ অক্টোবর জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফুমিও কিশিদা। ক্ষমতা গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দিতে হলো তাঁকে। কারণ, চার বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ অক্টোবরের ২১ তারিখে উত্তীর্ণ হয়ে যাবে। এমন অবস্থায় নতুন নির্বাচনের আয়োজন করাটা নতুন প্রধানমন্ত্রীর জন্য সাংবিধানিকভাবে অগ্রাধিকারের বিষয়।

কিশিদা তার কার্যালয়ে জড়ো হওয়া সাংবাদিকদের বলেন, আমি আশা করছি করোনাভাইরাস সংক্রমণের হার ব্যাপকভাবে হ্রাস পাওয়া ভোটারদের আস্থা অর্জনে তাঁর নেতৃত্বাধীন ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এলডিপিকে সাহায্য করবে।

ভোটাররা মহামারির অবসান এবং অর্থনীতির পুনর্গঠনে কাজ করবে এমন একটি সরকার দেখতে চাই।

সানকেই সংবাদপত্র পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ ভোটার চান কিশিদার প্রশাসন করোনাভাইরাস নিয়ে সবচেয়ে বেশি কাজ করুক। এরপর তাঁরা চান, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা