• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আরিয়ানকাণ্ডে নতুন মোড়, পুনে থেকে সাক্ষী কিরণ গোসাভি আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১  

মুম্বাইয়ে প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতারের ঘটনায় নারকোটিকস  কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুলিশ। পুনে পুলিশের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেছেন, মুম্বাইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।২০১৮ সালের একটি প্রতারণা মামলায় গোসাভির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে পুনে পুলিশ।

পুলিশের দাবি, তার পর থেকেই খোঁজ মিলছিল না তার। দিনকয়েক আগে ‘নিখোঁজ’ গোসাভি জানিয়েছিলেন মহারাষ্ট্রে তিনি ‘আতঙ্কে’ রয়েছেন। উত্তরপ্রদেশে লখনৌয়ে আত্মসমর্পণের কথা বলেছিলেন তিনি। যদিও পরে গোসাভির সেই দাবি নাকচ করে পুলিশ। মুম্বাইয়ের প্রমোদতরীতে এনসিবি যখন হানা দিয়েছিল, তখন সেখানে গোসাভি উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে এনসিবির অফিসে আরিয়ান খানের সঙ্গে সেলফি তোলেন তিনি। দুই জায়গার ছবি-ভিডিও জানান দেয় শাহরুখপুত্রের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি। রোববার গোসাভির দেহরক্ষী হিসাবে দাবি করা এক ব্যক্তি ঘুসসংক্রান্ত লেনদেনের অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে। প্রভাকর সইল নামে ওই ব্যক্তি দাবি করেন, টেলিফোনে ২৫ কোটি টাকা ঘুসের বিষয়টি নিয়ে গোসাভিকে কথা বলতে শুনেছিলেন তিনি। সেই ২৫ কোটির মধ্যে আট কোটি টাকা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথাও না কি হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেন গোসাভি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা