বিশ্বজুড়ে প্রাণহানি ৫৪ লাখ ছাড়াল
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ১০ লাখে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ কোটি ৮৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখ।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ২৮৭ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭১ হাজার ৫৯১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৪২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৩৪ হাজার ৪৫৫ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৬৬৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ১৮ হাজার ৬৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১ হাজার ২৭১ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ১৪৭ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৭২০ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ১৭৯ জন।
এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ৪০২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৫৪ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১০ হাজার ৬৩৬ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১২ জন এবং মারা গেছেন ২৭৫ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২২৮ জনের।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৮৬৩ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৫১ জন, তুরস্কে ১৬৮ জন, পোল্যান্ডে ৬১৬ জন, হাঙ্গেরিতে ১৪০ জন, ইতালিতে ১৫৩ জন এবং ভিয়েতনামে ২৮০ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৯৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৩৫৯ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

- মোরেলগঞ্জে পূর্ণিমার জোয়ারের পানিতে প্লাবিত পৌর শহরসহ ২০ গ্রাম
- আন্তর্জাতিক যুব দিবসে এক্টিভিস্তা বাগেরহাটের নানা আয়োজন
- মোরেলগঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালামালসহ আটক ৪
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালামালসহ আটক ৪
- প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে ইউএনও কবীর হোসেনকে বিদায় সংবর্ধনা
- তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে ডুবলো পুরো সুন্দরবন
- শেষ পর্যন্ত বেটউইনার এর সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব
- ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি
- এশিয়ার সবচেয়ে ধনী নারী যেভাবে এক বছরে অর্ধেক সম্পদ খুইয়েছেন
- সমদ্র বন্দরসমূহে আজও ৩ নম্বর সতর্ক সংকেত
- ভারতবর্ষের সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে বঙ্গবন্ধুর ইতিহাস
- দেশবিরোধী মিথ্যা অপপ্রচার চিহ্নিত করলো রয়টার্স
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভাল আছে
- অপরাজনীতির মাধ্যমে বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়
- ব্যাংকের শাখায় শাখায় পাওয়া যাবে ডলার
- শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ছে: দীপু মনি
- ভুটানের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য শুরু হচ্ছে
- বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার দিল কাতার
- ৩ বছরে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া, মূল বেতন ৩৭ হাজার
- কক্সবাজারে পর্যটক হয়রানি ঠেকাতে ট্যুরিস্ট পুলিশের ৮ নির্দেশনা
- বঙ্গমাতা নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবেন: স্পিকার
- নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে জরিপ চলছে : প্রধানমন্ত্রী
- মোংলায় নাসা অ্যাপস চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়ন সুমিত’র সংবর্ধনা
- চীনের কয়েক শহরে নতুন করে লকডাউন
- প্রযোজকদের নির্বাচন থেকে সরে গেলেন সেলিম খান ও ডিপজল
- বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি ভঙ্গ না করলে নিষিদ্ধ হবেন সাকিব
- সর্বোচ্চ ৫০ শতাংশ লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে
- বঙ্গোপসাগরে ৬ ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ
- কুমিরকে তীরে টেনে আনলো গরু, বনবিভাগের সহযোগিতায় উদ্ধার
- আমরা জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী
- মোংলায় নিলামে ১১৫ গাড়ি, বিড হবে অনলাইনেও
- সবাই সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন চায় : কৃষিমন্ত্রী
- বাগেরহাটে পাকাঘর পাচ্ছেন ৫০০ ভূমিহীন পরিবার
- জলবায়ু পরিবর্তনে উপকূলবাসীর জীবন-জীবিকায় প্রভাব
- কষ্টে চলছে মাটির চুলার কারিগরদের জীবন
- আ’লীগ ক্ষমতায় না থাকলে মানুষের কল্যাণ হয় না: প্রধানমন্ত্রী
- জোয়ারের অস্বাভাবিক পানিতে বাগেরহাটের অর্ধশত গ্রাম প্লাবিত
- শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আগামীকাল
- আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইইউ
- মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু
- জ্বালানি সাশ্রয়ে পাজেরো ছেড়ে ভ্যান ধরলেন মোংলার মেয়র
- গোলপাতার রসের গুড় যাচ্ছে দেশের বাইরে
- মোংলায় মুরগির খোপে ১২ ফুট লম্বা অজগর
- রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই প্রথম জাহাজ মোংলা বন্দরে
- শরণখোলায় লোকালয়ে ছাগলকে গিলে ফেলার চেষ্টা অজগরের !
- ফকিরহাটে মেলার স্টলে ৪০ প্রজাতির ফল
- রাশিয়ার পণ্যবাহী জাহাজ মোংলা বন্দরে
- মোংলায় নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা, নমুনা সংগ্রহ
