• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু হতাহ‌তের শঙ্কা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঘটল ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হল গুয়াহাটিগামী ট্রেনের একাধিক যাত্রীবাহী বগী। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ির দোমোহনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে বহু সংখ্যক যাত্রী হতাহত হলেও তাঁদের সঠিক সংখ্যা জানা যায়নি।

জানা গেছে, স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে রেলের কর্মকর্তারা রওনা দিয়েছেন। অন্ধকার নেমে আসায় হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে ৪টি যাত্রীবাহী বগী লাইনচ্যূত হয়েছে বলেই রেলের তরফে জানানো হয়েছে।

আলিপুরদুয়ারের বিভাগীয় রেল কর্মকর্তা দিলীপ কুমার সিং জানিয়েছেন, বিকান এক্সপ্রেস নামে ওই ট্রেনের ৪টি বগী লাইনচ্যুত হয়েছে। করোনার জেরে ট্রেনে যাত্রী কম ছিল। ইতোমধ্যে রেলের কর্মকর্তারা উদ্ধারকারী ট্রেন নিয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন ডিআরএম-ও। তবে এখনও হতাহতের কোনও খবর নেই। নিউ ময়নাগুড়ি ও দোমোহনির মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে

ওদিকে দুর্ঘটনার যে ছবি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে, লাইন থেকে ছিটকে পড়েছে ট্রেনটির বেশ কয়েকটি বগী। যার কয়েকটি দুমড়ে-মুচড়ে গেছে। অন্ধকার ঘনিয়ে আসায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সূত্র- হিন্দুস্তান টাইমস।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা